নওগাঁর রাণীনগরে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। ওই যুবক বগুড়ার শাজাহানপুর উপজেলার শাজাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৪)। গত শনিবার রাতে লাশের আঙুলের ছাপ থেকে পুলিশ পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।
মেহেদির বড় ভাই জোবাইয়ের মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, ঢাকায় একটি ওষুধ কোম্পানির সেমিনার হবে এমন কথা বলে গত সোমবার বেলা ৩টায় বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন মেহেদি। সেদিন সন্ধ্যা পর্যন্ত মোবাইল ফোনে মা এবং স্ত্রীর সঙ্গে মেহেদির কথাও হয়েছিল। কিন্তু রাত ১০টার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। গত শনিবার রাতে রাণীনগর থানা থেকে মেহেদির পরিবারে যোগাযোগ করে লাশ উদ্ধারের খবর জানানো হয়। গতকাল রোববার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে যায় মেহেদির স্বজনেরা। লাশ শনাক্ত করেন তাঁরা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বলেন, ‘আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
উল্লেখ্য, গত শনিবার রাণীনগর উপজেলার শিয়ালা গ্রামের উত্তর মাঠ থেকে অজ্ঞাতনামা হিসেবে মেহেদির লাশ উদ্ধার করে পুলিশ।