দীর্ঘ বিরতির পর শ্রোতাদের সামনে ফিরছেন ফুয়াদ আল মুক্তাদির। গাইবেন ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’র দ্বিতীয় আসরে। আজ বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে ফুয়াদের সঙ্গে গাইতে মঞ্চে উঠবেন ৩০ জন শিল্পী। সেই তালিকায় রয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন ও আনিলা। এর ফলে প্রায় ১৪ বছর পর আবার এক মঞ্চে পারফর্ম করবেন এই তিন সংগীততারকা।
কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান স্কাইট্র্যাকারের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘আমাদের অনুষ্ঠানটি মূলত তরুণদের জন্য।ফুয়াদ লাইভে বেজবাবা সুমন, ফুয়াদ এবং আনিলার একই মঞ্চে উপস্থিতি অনেক উত্তেজনা তৈরি করবে। কনসার্টটি খুব উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
সুমন-আনিলা ছাড়া ফুয়াদের সঙ্গে আরও গাইবেন স্টোইক ব্লিস, পান্থ কানাই, এলিটা, রাফা, জোহাদ, ফাইরুজ, তাশফি, জেফার, তাসনিম আনিকা, ব্ল্যাক জ্যাংসহ ৩০ জন সংগীতশিল্পী, যাঁরা বিভিন্ন সময়ে ফুয়াদের সঙ্গে গেয়েছেন। জানা গেছে, কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা (রেগুলার) ও ২ হাজার টাকা (ভিআইপি)। কনসার্টটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।