হোম > ছাপা সংস্করণ

প্রচারে ব্যস্ত প্রার্থীরা

তিতাস প্রতিনিধি

তিতাসে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার। ইউনিয়নগুলোর হাট-বাজার, অলিগলির সড়কগুলোর আকাশ ছেয়ে গেছে পোস্টারে। বাদ যাচ্ছে না গাছপালা থেকে শুরু করে বিদ্যুতের খুঁটিও। যাখানেই সুযোগ হচ্ছে সেখানেই টাঙানো হচ্ছে পোস্টার। এদিকে ভোটারদের বাড়িবাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।

ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আনন্দ বাজার এলাকায় প্রবেশ করতেই পোস্টারের মেলা চোখে পড়ে। এ ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার মধ্যেই লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বলরামপুর ইউনিয়নে সরেজমিন কথা হয় একাধিক সাধারণ ভোটারের সঙ্গে। তাঁদের মতে, এই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নুর নবী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের মধ্যে ভোটযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

অপর দিকে সাতানী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এঁদের মধ্যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুজন ও স্বতন্ত্র একজন। এখানে আঞ্চলিকতার প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন ইউনিয়নবাসী। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে লড়াই হবে চতুরমুখী, এমনটা বলছেন ভোটারেরা।

এদিকে বিভিন্ন ইউপির বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বললে তাঁরা সবাই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীর চন্দ্র দাস বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করতে পুলিশ কাজ করছে। এ ছাড়া বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মাঠে কাজ করছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ