হোম > ছাপা সংস্করণ

সংঘর্ষ ঠেকাতে গিয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মোবাইলে গেম খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কবির সরদার (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কবির সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোজেরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্থানীয় হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারসহ কয়েকজন মিলে মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার গেম’ খেলছিল। খেলার একপর্যায়ে টিটু ও হাসানের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন মেম্বর আরোজ আলী বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু ঘটনার জের ধরে প্রাইমারি স্কুলের সামনে হাসান শেখের বাবা জাহিদ শেখ ধারালো ছুরি নিয়ে টিটু সরদারের ওপর হামলা করেন। হামলা ঠেকাতে গেলে জাহিদ শেখের ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কবির সরদারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সরদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ‘ঘটনার পর থেকে জাহিদ শেখ ও তাঁর ছেলে হাসান শেখ পলাতক রয়েছেন। তবে, হাসান শেখের মা ও ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ