স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের প্রাক্কালে বরগুনার বেতাগীতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধার বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয় থেকে সহকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধার বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় তাঁর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করার আশ্বাস দেওয়া হয়। আব্দুল মান্নান শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে চলাফেরা করতে পরছিলেন না। খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএনও সুহৃদ সালেহীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু প্রমুখ।