হোম > ছাপা সংস্করণ

কাগজ দিয়ে ভিন্ন কিছু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেসব খবরের কাগজ ও বই বছরের পর বছর তাকের কোণে পড়ে থাকে, সেগুলোর প্রতি আমরা তেমন একটা যত্নশীল নই। যেন ফেলে দিতে পারলেই বাঁচি। বইয়ের তাকের জায়গাও বেঁচে যায়। এসব পুরোনো খবরের কাগজ দিয়েই দারুণ কিছু বানানো যায়। বাড়ানো যায় ঘরের সৌন্দর্য। কীভাবে? সে কথাই বলছি।

কাগজ দিয়ে ওয়ালম্যাট বানানো যায়। এর জন্য লাগবে ছবির ফ্রেম, গ্লু গান, কাগজ ও কিছু পিন। যদি ওয়ালম্যাট বানাতে চান, তাহলে অব্যবহৃত ফটোফ্রেম বেছে নিন। ফটোফ্রেমের মাঝের অংশে কাগজ দিয়ে ফুল বানিয়ে নিন। ফুলগুলো নিজের ইচ্ছেমতো বানাতে পারেন। আবার কাগজ ভাঁজ করেও বানাতে পারেন। একটি কাগজ দিয়ে ফুল বানিয়ে তা গ্লু গান দিয়ে আটকে নিন। ফটোফ্রেম ভরাট করতে যত ফুল লাগে, ততটি বানিয়ে নিন। তারপর পছন্দের দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন।

পুরোনো খবরের কাগজ দিয়ে আরও একটি ওয়ালম্যাট বানাতে পারেন। এই ম্যাটটি দেখতে সূর্যমুখীর মতো মনে হবে। কাগজ দিয়ে ঝালমুড়ির ঠোঙার মতো অনেক ঠোঙা বানাতে হবে। তারপর সেগুলো একটি ফিতা দিয়ে আটকে রাখতে হবে। একটি ঠোঙার সঙ্গে অন্যটি আঠা দিয়ে আটকে নিতে পারেন। এই ম্যাট বানাতে বিভিন্ন রঙিন কাগজও ব্যবহার করতে পারবেন। এতে রঙের বৈচিত্র্য সৃষ্টি হবে।

ছবি: ডাই এন ক্র্যাফটস

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ