কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন থেকে ফেরার পথে সাগরের মাঝে আটকে পড়েছিল পর্যটকবাহী একটি জাহাজ। প্রায় ১১ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছায় জাহাজটি।
এর আগে গত বুধবার বিকেল ৫টায় জাহাজটি ৬০০ পর্যটক নিয়ে রওনা দিয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, জাহাজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে পৌঁছতে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাঝপথে জাহাজটি ডুবোচরে আটকে যায়। এ সময় তীব্র কুয়াশা দেখা দেয়।
পরিবারে ১৭ জন সদস্য নিয়ে সেন্ট মার্টিন গিয়েছিলেন রাজশাহী শহরের বাসিন্দা সানজিদুল আলম। গত বুধবার রাতে ঢাকায় ফেরত যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন।
সানজিদুল আলম বলেন, ‘বেলা ২টার সময় সেন্ট মার্টিন থেকে লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠি। সেই জাহাজ ছাড়ে বিকেল ৫টায়। মাঝ সাগরে গিয়ে আবার দিকে পরিবর্তন করে তোলা হয় কর্ণফুলীতে। তারপর জাহাজ ডুবোচরে আটকা পড়ে।’
এদিকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীসেবার মান নিয়েও অভিযোগ রয়েছে।
কর্ণফুলী এক্সপ্রেসের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত।