হোম > ছাপা সংস্করণ

একই দিনে গৃহবধূ ও স্কুলছাত্রের আত্মহত্যা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় এক দিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ইয়াকুবপুর ও মাতুভূঞা ইউনিয়নে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত দশটার দিকে ইয়াকুবপুর ইউনিয়নের চেরাং বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সুরাইয়া জাহান জবা (২৪)। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সময় জবা তাঁর প্রবাসী স্বামীকে ভিডিও কলে যুক্ত করে রেখেছিলেন। এ ঘটনায় জবার মা ফেরদৌস আক্তার দাগনভূঞা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেন।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সাত বছর আগে কোম্পানীগঞ্জ থানার নাজমুল হকের সঙ্গ জবার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জবার সঙ্গে তাঁর প্রবাসী স্বামীর ঝগড়া-বিবাদ লেগে থাকত। সম্প্রতি স্বামী দেশে আসার পর সেই বিবাদ বড় আকার ধারণ করে। এক সপ্তাহ আগে স্বামী নাজমুল আবারও প্রবাসে চলে যান। এর পরে জবা রাগ করে তাঁর বাবার বাড়ি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের চেরাং বাড়িতে চলে যান। একপর্যায়ে বুধবার রাত দশটার দিকে স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জবা ও নাজমুলের পরিবারে ছোট দুটি কন্যা সন্তান রয়েছে।

অপরদিকে বুধবার সন্ধ্যায় মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (১৬) আম গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার ইমরান পাশের বাড়ির এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ সময় ইমরানের পরিবার তাকে শাসন করলে অভিমান করে সে আত্মহত্যা করে। ইমরান স্থানীয় মোমারিজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় তাঁর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম জানান, ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আগামী দুই–একদিনের মধ্যে ফেনী শহরে অভিভাবক ও স্কুলশিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ সভা করতে যাচ্ছে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ