মহান বিজয় দিবস এবং মাদক, সন্ত্রাস ও মেয়েদের উত্তক্তমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মেয়র কাপ ব্যাডমিন্টন ও শেখ সুলতান আহমেদ স্মৃতি পদক-২০২১ এর আয়োজন করেছে নগরীর উদীয়মান যুব সমাজ নামের একটি সামাজিক সংগঠন। আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এটি আয়োজনে সহযোগিতায় আছেন ‘বিশ্বাস প্রপার্টিজ’।
১৭ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী নগরীর খালিশপুর আলমনগর জোড়া তালগাছ মোড়ে উদীয়মান যুব সমাজের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উদীয়মান যুব সমাজ এর পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল গাজী উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।