হোম > ছাপা সংস্করণ

বললেন আ.লীগ প্রার্থী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধ

‘পুলিশরে যা কমু, পুলিশ তাই করব। বাংলাদেশে একটা এসপি থাকলে আর লাগে না, সব এসপি আমার।’ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহীদ উল্লাহ তালুকদার মুকুল প্রকাশ্যে মাইকে গত ৬ নভেম্বর এক নির্বাচনী অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। সম্প্রতি এমন ভিডিও ভাইরাল হয়। তার এই বক্তব্যে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। আগামীকাল ২৮ নভেম্বর এই উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

শহীদ উল্লাহ তালুকদার মুকুল কাকরকান্দি ইউপিতে দুই মেয়াদে সরকারি দলের চেয়ারম্যান এবং চলচ্চিত্রের একজন খল অভিনেতা। হুমকি ধমকির এসব অভিযোগের উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউছার (মোটরসাইকেল) বলেন, তিনি নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে।

এ ব্যাপারে শহীদুল্লাহ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী আগে বলেছে, সে পুলিশ প্রশাসনকে কিনে ফেলেছে। সে বক্তব্যের জবাবে আমি এমনটা বলেছিলাম। পরে অবশ্য এসপির কাছে আবেদন করে সরি বলেছি। জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এসব বক্তব্য নির্বাচনে কোনো কাজে আসবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ