মোটরসাইকেল ভাঙচুরের জেরে ধানমন্ডির আইডিয়াল কলেজে হামলা চালিয়েছে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। ভাঙচুর করা হয় কলেজের প্রধান ফটকের সামনে রাখা শিক্ষার্থীদের মোটরসাইকেল, কলেজের জানালার কাচ ও দুটি এসি। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়ালের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে কলেজের নিরাপত্তাকর্মীদের বাধার কারণে তারা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেই ফিরে যায়।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মোটরসাইকেল ভাঙচুর থেকে ঘটনার শুরু। ওই দিন হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রায় শেষের দিকে ছিল। মিছিল করতে করতেই ফিরছিল তারা। এর মধ্যেই উত্তেজিত হয়ে একদল শিক্ষার্থী একটি মোটরসাইকেল ভাঙচুর করে। কিছুক্ষণ পর জানাজানি হয়, বাইকটি আসলে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর। ক্ষোভ বাড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। বাইক ভেঙেছে সন্দেহে জোট বেঁধে তারা ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে জিম্মি করে ঢাকা কলেজে নিয়ে আটকে রাখে। পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও দুই কলেজ কর্তৃপক্ষের সমঝোতায় ঘটনার মীমাংসা হয়। ছাড়া পায় আইডিয়ালের ওই ছাত্র।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, আইডিয়াল কলেজে ভাঙচুরের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফের সায়েন্স ল্যাবে মিছিল বের করে। এ সময় তারা তিন-চারটি বাস ভাঙচুর করে। বাস ভাঙচুরের খবরে বেশ কিছু সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। মোহাম্মদপুর থেকে ছেড়ে আসা বিভিন্ন রুটের বাস জিগাতলা থেকে ঘুরিয়ে আবার চলে যায়। এতে বাসে থাকা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
মালঞ্চ পরিবহনের শ্রমিক আব্দুর রহিম বলেন, ‘আজকেও ছাত্ররা গাড়ি ভাঙছে। গাড়ির মালিক গাড়ি গ্যারেজে নিয়ে ফেলে রাখতে বলে দিছেন। আমরা তাই দুপুরে গাড়ি নিয়ে রাস্তায় নামিনি।’
এ বিষয়ে আইডিয়াল কলেজ ধানমন্ডির অধ্যক্ষ ড. জসিমউদদীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সমস্যা সমাধানের পরও ঢাকা কলেজের ৬০-৭০ জন শিক্ষার্থী আজ আমাদের কলেজে হামলা চালিয়েছে। বিষয়টি দুঃখজনক, এ বিষয়ে ঢাকা কলেজকে জানানো হয়েছে।’