হোম > ছাপা সংস্করণ

আগামী বছর আসছে ‘সংবাদ’

গত জুনে নাটোরে ‘সংবাদ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সোহেল আরমান। এরপর ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতন—সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। অবশেষে জানা গেছে, আবারও শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

সোহেল আরমান বলেন, ‘গত জুনে টানা ১৪ দিন কাজ করে প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। এরপর দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই শেষ অংশের শুটিং শিডিউল চূড়ান্ত করব। এ বছরেই কাজ শেষ করে আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চাই।’ 

সিনেমার গল্পটা মূলত জমিদারি নিয়ে। ১৮৭২ সালের ঘটনা। এতে দেখা যাবে জমিদারবাড়িতে চুরি করার সময় ধরা পড়ে এক চোর। একপর্যায়ে সেই চোর জমিদারপুত্রকে চ্যালেঞ্জ করে বলে, একদিন সে-ই হবে জমিদার। জমিদারপুত্র সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। ঘটনাক্রমে চোর ও জমিদারপুত্র—দুজনেই প্রেমে পড়ে একই মেয়ের। সেই মেয়ের মন জয় করতে একে অপরকে হারানোর খেলায় মেতে ওঠে তারা। একসময় জমিদারপুত্রকে হারিয়ে জমিদার হয় সেই চোর। তাদের এই দ্বৈরথের মাঝে রয়েছে হৃদয়বিদারক এক গল্প। সেই গল্প ২৭ বছর পর এক সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পায়।

জমিদারপুত্রের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। জমিদারকে চ্যালেঞ্জ করা সেই চোরের ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডলকে। তাঁদের নায়িকা হিসেবে আছেন আইশা খান। আর সাংবাদিক চরিত্রে সালাহউদ্দিন লাভলু।

মহরতের সময় সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন তিন অভিনয়শিল্পী। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। সিনেমার গল্পে দর্শকদের জন্য চমক থাকবে।’ 

ইরফান সাজ্জাদ বলেন, ‘জমিদারদের শাসন ও শোষণের কথা ফুটে উঠবে এ সিনেমায়। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আশা করছি, সবার পছন্দ হবে।’

আইশা খান বলেন, ‘গল্পটা খুব ভালো লেগেছে, সে কারণেই কাজটি করতে চেয়েছি। আমার অভিনীত চরিত্রে বেশ চমক আছে, দর্শকের ভালো লাগবে।’ 

নির্মাতা জানালেন, ইতিমধ্যে জমিদারবাড়ির অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমার পাঁচটি গান ও নায়ক-নায়িকার কিছু দৃশ্যের শুটিং বাকি। সিনেমার সব কটি গান লিখেছেন এবং সুর করেছেন সোহেল আরমান। ভয়েস টুডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। চিত্রনাট্যে রয়েছেন সোহেল আরমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ