হোম > ছাপা সংস্করণ

অবমুক্ত করা ছোট পোনা বড় মাছের ‘পেটে যাবে’

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে ১৬ জলাশয়ে সরকারিভাবে পোনা অবমুক্ত করার সময় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীরা বলছেন, নিয়ম না মেনে ছোট আকারের যে পোনা দেওয়া হয়েছে, তা বড় মাছগুলো খেয়ে ফেলবে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল পরিষদ পুকুরে অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপকারভোগীরা জানান, রাজস্ব খাতের বরাদ্দ দিয়ে পীরগঞ্জের ১৬টি নির্বাচিত জলাশয়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের ৫৪৫ কেজি পোনা সরবরাহের সিদ্ধান্ত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম অনিল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এগুলো সরবরাহে নিয়োগ দেন। গতকাল সরবরাহ করা পোনার স্বাস্থ্য, নমুনা ও যথাযথভাবে ওজন পরীক্ষা না করেই বিভিন্ন জলাশয়ে পাঠানো হয়।

নাম প্রকাশ না করে এক উপকারভোগী বলেন, ‘আকারে ছোট এবং ওজন ঠিক না থাকলেও আমরা বাধ্য হয়ে পোনা নিয়েছি। না নিলে তো এটাও লস। মৎস্য কর্মকর্তা যা দেন সেটাই লাভ। এর আগেও দেওয়া পোনা মাছ হিসেবে আমরা ফেরত পাইনি।’ আরেকজন জানান, ছোট ছোট পোনা অবমুক্ত করার পরই পুকুরের তেলাপিয়া মাছগুলো তা খেয়ে ফেলে।

তবে সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল বলেন, এক কেজিতে ১৫ থেকে ২০টি পোনা নেওয়া হয়েছে। ঠিকাদার নিয়োগে কোনো দুর্নীতি হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ