হোম > ছাপা সংস্করণ

শিক্ষকদের ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট

সখীপুর প্রতিনিধি

সখীপুরে এমপিওভুক্ত করার দাবিতে বেসরকারি কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সখীপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে। এ সময় কলেজের এমপিওভুক্ত অন্য শিক্ষকেরাও সংহতি প্রকাশ করেন।

এ সময় শিক্ষকেরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের নন-এমপিও শিক্ষকেরা দীর্ঘ ২৯ বছর এমপিওভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিভিন্ন অজুহাতে তা এখনো বাস্তবায়ন হয়নি। অনেক নন-এমপিও শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। অবস্থানরত শিক্ষকেরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তাঁরা আগামী ৩০ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও আহ্বান জানান তিনি।

এ কর্মসূচিতে সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জাকির হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল ওয়ারেস, শরীফুল হান্নান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুল ওয়ারেস বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন ও কলেজে অবস্থান ধর্মঘট পালন করা হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ