জৈন্তাপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। জৈন্তাপুরে পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯ ও সদস্য পদে ২১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী ২৮ নভেম্বর জৈন্তাপুরের এসব ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ফতেপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চিকনাগুল ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানাত জানান, জৈন্তাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সদস্য পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চারিকাটা ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৩৬ জন।
রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানাত আরও জানান, দরবস্ত ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন ও সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।