হোম > ছাপা সংস্করণ

আবারও পেছাল সাক্ষ্যগ্রহণ

সিলেট সংবাদদাতা

সাড়ে ছয় বছরেও বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। গতকাল মঙ্গলবার টানা চতুর্থবারের মতো পিছিয়েছে এই মামলার সাক্ষ্যগ্রহণ। গতকাল মঙ্গলবার সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে ঢাকার কারাগার থেকে এক আসামিকে হাজির করতে না পারায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।

এই নিয়ে টানা চতুর্থবার পেছাল এই মামলার সাক্ষ্যগ্রহণ। এর আগে গত ২২ নভেম্বর, ৮ নভেম্বর এবং ২৭ অক্টোবর সাক্ষীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই দীর্ঘ সময়ে সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনন্ত বিজয় দাশের স্বজনরা।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য মো. মনির উদ্দিন জানান, গতকাল এই মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী ও সিআইডির আইটি ফরেনসিক বিভাগের উপপরিদর্শক মাসুদ সিদ্দিকী ও সিআইডির উপপরিদর্শক মো. সুহেল রানার সাক্ষ্যগ্রহণের কথা ছিলে। আগের তিনটি তারিখে তাঁরা অনুপস্থিত থাকলেও গতকাল নির্ধারিত সময়েই আদালতে উপস্থিত হন।

আইনজীবী মনির উদ্দিন আরও বলেন, এই মামলায় কারাগারে রয়েছেন আবুল খায়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী। আবুল খায়েরকে আদালতে উপস্থিত করা হয়। অন্য আসামি শফিউর রহমান ফারাবীকে আদালতে হাজির করা হয়নি। তিনি কাশিমপুর কারাগারে আছেন। আগামী ১৯ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে অনন্ত বিজয়ের বোনজামাই সমর বিজয় শী বলেন, ‘করোনা অতিমারিতে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনেক পিছিয়ে গেছে। এখন স্বাভাবিক আদালত কার্যক্রমের মধ্যেও টানা চারবার সাক্ষ্যগ্রহণ পেছাল। ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে। ফলে এ বছরও সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে না। এতে বিচার পাওয়া নিয়েই আমরা শঙ্কিত।’

২০১৫ সালের ১২ মে সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকায় খুন হন অনন্ত। তিনি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে অনন্ত পূবালী ব্যাংকের ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ