হোম > ছাপা সংস্করণ

পুলিশের গাড়িতে ডাকাতের হানা যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর উপজেলায় যাত্রীবাহী গাড়ি ভেবে টহল পুলিশের গাড়িতে হানা দেয় ডাকাত। এ ঘটনায় পুলিশ তিনটি গুলি ছুড়লে গুলিবিদ্ধ অবস্থায় দুজন পালিয়ে যান। তবে এ সময় সোহাগ মিয়া (২২) নামের যুবককে আটক করে পুলিশ।

গত রোববার রাত দেড়টায় ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে। আটক যুবক ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাছিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ জানায়, মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) খাইরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ছাতিয়াইন সড়কে টহলে ছিল। রাত দেড়টায় টহল পুলিশের গাড়িটি চলন্ত অবস্থায় থাকলে একদল ডাকাত তাদের গাড়িটি গতিরোধ করে। এ সময় ডাকাতেরা গাড়িটি পুলিশের বুঝতে পেরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় পুলিশ প্রাণ রক্ষায় গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দুজন পালিয়ে যায়। এ সময় সোহাগ নামে এক যুবককে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা হলে ছাতিয়াইন সড়কটিতে ডাকাতে আতঙ্কে থাকেন।

মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মুর্শেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। মামলায় সোহাগ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ