হোম > ছাপা সংস্করণ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র হত্যা বন্ধুসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদি হাসান (১৬) হত্যার অভিযোগে বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদির দুই বন্ধু আরমান ও গালিব এবং আরমানের দাদা আকবর আলম। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। মেহেদির বাবা আবদুল মালেক বৃহস্পতিবার বিকেলে সদর থানায় চারজনের নামে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, আরমান ও গালিব হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছে। আকবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাঁদের রিমান্ড চাওয়া হবে। এ মামলার অপর আসামি জুয়েল ইসলাম পলাতক। তিনি আরমানের বাবা।

ওসি তানভিরুল ইসলাম বলেন, স্কুলছাত্র হত্যার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

মামলা সূত্রে জানা যায়, মেহেদিকে গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী গালিব বাসা থেকে ডেকে নিয়ে যায়। পথে আরমান ও তার বাবা জুয়েল মিলে মেহেদিকে নিয়ে দুরামারিতে চা খেতে যান। পরে আকবর তাদের সঙ্গে যোগ দিয়ে মেহেদিকে কুপিয়ে আহত করে। 

একপর্যায়ে মেহেদির মৃত্যু হয়।

এদিকে, মেহেদি হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ