নান্দাইলের সিংরইল ইউনিয়নের রাতের বেলায় স্বাস্থ্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় ইউনিয়নের হরিপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহমুদুর রশিদ।
সভায় স্বাস্থ্য সচেতনতায় বিশেষ করে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানান মাহমুদুর রশিদ। এ ছাড়া গর্ভবতী মা এবং প্রসব জটিলতা এড়াতে হাসপাতালে সেবা গ্রহণ, জরাযু ও স্তন ক্যানসার প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ‘মাই ডক্টর’ অ্যাপের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে অনুরোধ করা হয়।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও আইসিটি মুখপাত্র ডা. ইমদাদ মাগফুর ‘মাই ডক্টর’ অ্যাপটি তৈরি করেছেন। তিনিই এর সেবা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. ইমদাদ মাগফুর, ব্যবসায়ী তারেক কামাল, সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হক প্রমুখ।