হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে নলবাটা গ্রামে ইউপি সদস্যের মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িঘরে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ওই গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ওই গ্রামের ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী বেনজিরের বাড়ি থেকে ২০টি টেঁটাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ওই গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন, শাহজালাল, ইংরাজ মিয়া। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা বলেন জানান, নলবাটা গ্রামে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউপি সদস্য গুলজার হোসেনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম রবির বিরোধ দীর্ঘদিনের। গত বুধবার সন্ধ্যায় গুলজার ও রবির মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে রবির কয়েকজন কর্মী সমর্থকের গুলজারে ওপর হামলা চালান। এর পর নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলজারকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে গুলজারের মৃত্যুর গুজবে তাঁর সমর্থকেরা রবি ও তাঁর সমর্থকদের বাড়ি ঘরে হামলা করে। এ ঘটনায় রবির স্ত্রী বাদী হয়ে রায়পুরা থানায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

রায়পুরা থানার ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ