বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নতুন কমিটি করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।
গতকাল সোমবার বাজুস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন। বাজুসের ৩৫ সদস্য নির্বাহী কমিটি ২০২১-২০২৩ মেয়াদের দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) ২০২১-২০২৩ মেয়াদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাতজন।