সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ থেকে কালারুকা বাজার হয়ে রামপুর পর্যন্ত সড়কটি ছোট-বড় গর্তে বেহাল। দীর্ঘদিন গুরুত্বপূর্ণ এ সড়কটির কোনো সংস্কারকাজ হচ্ছে না। এতে এলাকার জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন।
ছাতক উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য একবার টেন্ডার করা হয়েছিল। ঠিকাদার এ রাস্তায় কাজ করেননি। বর্তমানে আবার রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে রাস্তায় সংস্কারকাজ হবে।
জানা গেছে, উপজেলার কালারুকা পয়েন্ট থেকে রামপুর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে গত বন্যায় সড়কটির অবস্থা আরও খারাপের দিকে চলে যায়। এই রাস্তা দিয়ে কালারুকা ইউনিয়ন ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার পারকুলসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচল রয়েছে।
এখানকার কয়েকটি গ্রামের মানুষকে ছাতক শহর থেকে কালারুকা বাজার হয়ে খেয়া নৌকায় সুরমা নদী পাড়ি দিয়ে তাদের গ্রামে যেতে হয়। কিন্তু রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে দুই উপজেলার ২টি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কের কালারুকা বাজার অংশসহ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পিচঢালা উঠে গেছে অধিকাংশ সড়কের। মাটি সরে গিয়ে অনেক স্থানে রাস্তায় পানি জমেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় সড়কে। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।