হোম > ছাপা সংস্করণ

অবৈধভাবে বালু তোলায় ঝুঁকিতে সড়ক, কৃষিজমি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে কৃষিজমি। তা ছাড়া মাটি পরিবহনকারী গাড়ির চাকায় নষ্ট হচ্ছে সড়ক। সেই সঙ্গে ধুলাবালিতে অতিষ্ঠ হচ্ছে গ্রামবাসী।

ওই সব সমস্যা থেকে প্রতিকার পেতে গত ৭ ডিসেম্বর চিলমারী উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কিন্তু প্রশাসন তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের খড়খড়িয়া জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ী ইদ্রিস ও আশরাফুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জামতলি এলাকায় কৃষি জমিতে ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।

দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে গর্তের সৃষ্টি হয়ে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। শুধু তাই নয় বালু ও মাটি বহনকারী ট্রাক্টর ও ট্রলি যাতায়াত করায় নষ্ট হচ্ছে সড়ক। এতে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

রমনা মডেল ইউনিয়নের জামতলি এলাকার জয়নাল, ছক্কু ও ফেরদৌসী জানান, বালু উত্তোলনকারীরা প্রভাব দেখিয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছেন। বালু ও মাটি উত্তোলন অব্যাহত থাকায় কৃষিজমি বিলীন হচ্ছে, এর পাশাপাশি হুমকির মুখে পড়েছে বসতবাড়ি। ট্রাক্টর এভাবে রাস্তায় চলতে থাকলে ধুলোর কারণে মানুষের দেখা দিতে পারে বিভিন্ন রোগ।

ওই ইউনিয়নের মো. আয়নাল হক বলেন, ‘তোমারগুলেক বলি কী হইবে, প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো কিছু হয় না।’

বালু উত্তোলনের বিষয়ে জমির মালিক মোস্ত মিয়া ও মো. কালাম মিয়ার কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বালু ব্যবসায়ী ইদ্রিস ও আশরাফুল বলেন, আমরা টাকা দিয়ে জমির মালিকের কাছ থেকে বালু কিনে থাকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি বাইরে রয়েছি। চিলমারীতে ফিরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ