যশোরের মনিরামপুরের ঝাঁপা ভাসমান সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ব্যক্তিমালিকানাধীন ঝুমা চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ১২টি বন্যপ্রাণী উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রাণীগুলো চিড়িয়াখানায় খাঁচাবন্দী করে রাখার অপরাধে মালিক সামছুদ্দীন সরদারকে দুই মাসের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী অভিযান চালান। অভিযান র্যাব-৬ খুলনা সদর দপ্তরের একটি দল ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধার প্রাণীগুলোর মধ্যে রয়েছে, দুটি বানর, একটি উল্লুক, একটি শজারু, একটি মেছো বিড়াল, একটি গন্ধগোকুল, একটি অজগর, দুটি খৈয়া গোখরো ও তিনটি তিলা ঘুঘু।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘বন্যপ্রাণী খাঁচাবন্দী করার অপরাধে সামছুদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার বন্যপ্রাণীগুলো যথাস্থানে অবমুক্ত করা হবে।’