হোম > ছাপা সংস্করণ

বিষে প্রাণ গেল ১৫০ মণ মাছের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাছের খামারে বিষপ্রয়োগে দুর্বৃত্তরা প্রায় ১৫০ মণ মাছ মেরে ফেলেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। গত বুধবার উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন খামার মালিক গোলাম কিবরিয়া (২৮)। গোলাম কিবরিয়া বলেন, গত বুধবার তাঁর মাছের খামারের কেয়ারটেকার মোকলেস ফোন করে জানান, খামারের মাছ মরে ভেসে উঠছে। মাছের মড়ক হয়ে মনে করে তিনি বিষয়টি আমলে নেননি। একে একে খামারের সব মাছ ভেসে উঠলে তাঁকে ফের ফোন দেন কেয়ারটেকার।

কিবরিয়া বলেন, পরে তিনি এসে দেখেন তার মাছের খামারে অবমুক্ত করা বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে তাঁর ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

এসআই জাকির বলেন, মৎস্য খামারের মালিক গোলাম কিবরিয়া ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে সেখানে মাছের খামার করেছেন কিবরিয়া।

এসআই বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং অভিযোগের সত্যতাও পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ