হোম > ছাপা সংস্করণ

সংঘর্ষে নদে পড়ে নিখোঁজ লোকমানের মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় লোকমান মাতুব্বর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে নদের শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মরদেহটি সদরপুর উপজেলার মইজউদ্দিন মাতুব্বরকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বরের (৫০)।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহতাবস্থায় লোকমান মাতুব্বর আড়িয়াল খাঁ নদে পড়ে নিখোঁজ ছিল বলে তার পরিবার জানান। গত সোমবার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকইর গ্রামের নতুন বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ আরও জানান, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে বলে জানা গেছে।’

নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ‘উদ্ধারকৃত লাশের মুখ, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ