রাঙামাটির রাজস্থলীতে গত সোমবার সন্ধ্যায় বিদ্যুতায়িত হয়ে মো. আশিকুল ইসলাম (১৮) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার তাইতং পাড়ার মাঝে হ্নাড়া খালের ওপর নির্মাণাধীন সেতুতে শ্রমিকের কাজ করতেন।
মৃত আশিকুল ইসলাম জেলার লংগদু উপজেলার মাইনি-রাজান নগর এলাকার মো. আইনুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় দিকে বিদ্যুৎ চালিত মোটর পাম্প দিয়ে খাল থেকে উত্তোলন করতে গিয়ে বিদ্যুতায়িত হন আশিক। তাঁকে দ্রুত রাজস্থলী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান জানান, আশিকের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।