হোম > ছাপা সংস্করণ

সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে ক্যাম্পাস পর্যন্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা এবং ক্যাম্পাসের পরিবহন সমস্যা নিরসনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করা হয় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন সংহতি প্রকাশ করে। গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে ক্যাম্পাস থেকে যাতায়াতের জন্য মহাসড়কটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কয়েকহাজার শিক্ষক-শিক্ষার্থীরা। যতই দিন যাচ্ছে সড়কটি ততই চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে। বর্তমানে সড়কের যে অবস্থা তাতে যেকোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, ‘আমরা আর এই জনদুর্ভোগ চাই না। রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। আমাদের সকলের দাবি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কার করা হোক। এই রাস্তায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাঁদের সাধুবাদ জানাই তাঁরা যেকোনো যৌক্তিক দাবির ক্ষেত্রে সোচ্চার। সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি জানানো হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ‘সড়ক সংস্কারের বিষয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সমস্যাটি দ্রুত সমাধান জন্য আমরা চেষ্টা করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ