হোম > ছাপা সংস্করণ

মাটি খুঁড়ে মিলল যুবকের লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে মাটি খুঁড়ে উদ্ধার করা যুবকের লাশের পরিচয় মিলেছে। লাশটি মো. মনিরের (২৫)। তিনি বরিশালের লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সাভারে অটোরিকশা চালাতেন মনির।

গত মঙ্গলবার রাতে ঢাকা জেলা পিবিআই-এর উপপরিদর্শক (এসআই) সালেহ ইমরান ওই লাশের পরিচয় শনাক্ত করেন। এর আগে মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে নূর ইসলাম নামে এক কৃষক তাঁর খেতে কাজ করছিলেন। তখন তিনি মাটিচাপা দেওয়া লাশের পা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, গত শনিবার বিকেল পাঁচটার দিকে মনির হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সোমবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন মনিরের স্ত্রী জান্নাত আরা।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে মনিরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ