নেছারাবাদে একটি কুরিয়ার সার্ভিস থেকে চুরি যাওয়া মালামালের কিছু অংশ নাজিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত জাহারুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জাহারুলকে আদালতে পাঠানো হয়।
জাহারুল নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, অভিযুক্ত জাহারুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বাড়িতে তল্লাশি করে চুরি যাওয়া মালামালের একটি সিলিং ফ্যান ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। জাহারুলের দেওয়া তথ্য মতে তাঁর অপর সহযোগীর বাড়িতে অভিযান চালানো হয়। খবর পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যায়। সেখান থেকে চুরি হওয়া মালামালের আরও কিছু উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে ছারছীনা দরবারের দক্ষিণ পাশে স্বরূপকাঠি-বরিশাল-ঢাকা সড়কের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্বরূপকাঠি শাখার অফিসের শাটার ভেঙে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবীর মোহাম্মদ হোসেন বলেন, ‘আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের কাজ চলছে।’