গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় গতকাল রোববার দুপুর ২টার দিকে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় আধা পাকা টিনশেডের ঝুট গুদামে দুপুর ২টার দিকে আগুন লাগে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।