কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ঝাউগারচর এলাকায় স্থানীয় যুব সমাজ এই খেলার আয়োজন করা হয়। ঝাউগারচর আলীশাহা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোনায়েম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফরাদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবদুল মান্নান। খেলা উপভোগ করতে শীতকে উপেক্ষা করে মাঠের চারপাশে ভিড় জমান শত শত উৎসুক লোকজন।
তিনটি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বসুন্ধরা কিংস দল বিজয়ী হয়। বিজয়ী দলকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অন্যান্য অংশগ্রহণকারী দলকেও পুরস্কার দেওয়া হয়। আয়োজকেরা জানান, ‘দাড়িয়াবান্দা একটা গ্রামীণ খেলা। এখন সবাই ডিজিটাল বিনোদনের প্রতি ঝুঁকছে। এতে গ্রামীণ খেলা ধুলা প্রায় বিলুপ্তির পথে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে।’
খেলার উদ্বোধন জাহাঙ্গীর আলম মোনায়েম বলেন, ‘এ খেলার আয়োজন করায় এলাকার যুবসমাজকে ধন্যবাদ জানাই। যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের ঐতিহ্য ধরে রাখতে তাঁদেরই ভূমিকা রাখতে হবে।’