মেয়ের বাড়িতে বেড়িয়ে ফেরার পথে অটোরিকশা উল্টে বাবা ও চাচি নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন চালকসহ পাঁচজন।
মারা গেছেন বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার উপর আতারপাড়া গ্রামের আকবর আলী (৬০) এবং তাঁর ভাইয়ের স্ত্রী পিঞ্জিরা বেগম (৫৫)। গত শুক্রবার সকালে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজশাহীর নওহাটায় ছোট মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আকবরসহ অন্যরা বাড়িতে ফিরছিলেন। পথে রাজশাহী খড়খড়িয়া বাইপাস এলাকায় পৌঁছে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় আরোহীরা গাড়ির ছাদে থাকা আলুর বস্তার নিচে চাপা পড়েন।
স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আকবর ও পিঞ্জিরা মারা যান।
এই ঘটনায় আহতরা হলেন আকবরের দুই স্ত্রী মিনু বেগম ও আনু বেগম, ছেলে অটোচালক আলাল উদ্দিন, নাতি শিহাব আলী ও সোহানা খাতুন।
মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আকবর নিজেদের অটোরিকশায় করে জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের পরিবারের দুজন মারা গেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন মারা গেছেন বলে তিনি শুনেছেন।