হোম > ছাপা সংস্করণ

ঝিনাইগাতীতে ৬৩ কেন্দ্রে ভোট আজ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ। উপজেলার ৬৩ কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণে তৎপর প্রশাসন।

  উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ৬৩টি কেন্দ্রের মধ্যে ১২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটবাক্সসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জামাদি। তবে শুধু ব্যালট পেপার ভোটের দিন (আজ) সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৭ ইউপির মধ্যে ১২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোকে বিশেষ নজরদারিতে রাখবে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অফিস সূত্র জানায়, আজ বুধবার ঝিনাইগাতীর সাত ইউপিতে ভোট হচ্ছে। ইউপিগুলো হচ্ছে- ঝিনাইগাতী, নলকুড়া, হাতিবান্দা, কাংশা, ধানশাইল, গৌরীপুর ও মালিঝিকান্দা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ