বাগেরহাটের ৬৫টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে ভোট হওয়া ইউনিয়নগুলো হচ্ছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন, ফকিরহাট উপজেলার বেতাগা, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ও সোনাইলতলা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ করায় খুশি ভোটার ও প্রার্থীরা। সুষ্ঠুভাবে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ করতে পেরে খুশি কর্মকর্তারাও। ভবিষ্যতে সকল ইউনিয়নে ইভিএমে ভোট নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গত সোমবার দুপুরে বাইনতলা ইউনিয়নের সরাফপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন পঞ্চাশোর্ধ্ব নারী লাভলি বেগম। তিনি বলেন, প্রথমে ভাবছিলাম মেশিনে ভোট দিতে হবে। এটা আবার কেমনে দিব। পরে এক স্যার একটি মেশিনে দেখিয়ে দিলেন কীভাবে ভোট দিতে হবে। তার দেখানো পদ্ধতিতে বুথের মধ্যে গিয়ে সাদা ও সবুজ বোতাম টিপে ভোট সম্পন্ন করলাম। খুবই ভালো লাগছে, তেমন কোনো ঝামেলা নেই।
একই ইউনিয়নের বারইপাড়া কেন্দ্রের ভোটার বৃদ্ধ সাত্তার আলী বলেন, ‘মেশিনের ওপর আমার আঙুল টিপে ধরলাম, সঙ্গে সঙ্গে আমার ছবি ভেসে উঠল। আঙুলে কালি মাখিয়ে অন্ধকার ঘরের মধ্যে গেলাম। দুটি বাটন টিপে ভোট দিয়ে বের হয়ে আসলাম। খুবই ভালো লাগল। অনেক সময় কেন্দ্রে এসে ভোট দিতে পারিনি। শুনেছি আমার ভোট অন্য মানুষে দিয়ে গেছেন। ইভিএমে এ ধরনের কোনো সুযোগ নেই জেনে খুব ভালো লাগছে।’