হোম > ছাপা সংস্করণ

ডাউকি নদীর ওপর সেতু চান এলাকাবাসী

হোসাইন আহমদ, শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে বিভক্ত করেছে ডাউকি নদী। ডাউকি নদীর দু পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র ভরসার নাম নৌকা। শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়। কিন্তু বর্ষার মৌসুমে নদী থাকে তীব্র স্রোত। ফলে ঝুঁকি নিয়েই পার হতে হয় নদী পাড়ের মানুষের। এলাকাবাসীর দাবি, ডাউকি নদীতে সেতু নির্মাণ করা হোক। স্থানীয় প্রশাসন বলছে, সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে প্রস্তাবনা।

সরেজমিনে দেখা যায়, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মধ্যে ডাউকি নদী অবস্থিত। নদীর এক পাড়ে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম। অন্য পাড়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রাম। ডাউকি নদীতে সেতু না থাকায় ছোট নৌকায় করে পার হন ১৫ গ্রামের মানুষ। পারাপরের সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা। পোহাতে হয় নানা ভোগান্তি। নদীতে সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার ব্যবসা-বাণিজ্য আসবে গতি। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারবেন সহজে।

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপির বুড়ুমপুর গ্রামের বাসিন্দা বাবুল মিয়া বলেন, ‘ডাউকি নদী আমাদের দুই উপজেলাকে আলাদা করেছে। জগন্নাথপুর উপজেলার লোকজন সহজে শান্তিগঞ্জ উপজেলা হয়ে কম সময়ে সুনামগঞ্জে পৌঁছতে পারবে। এখানে একটি সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের দুঃখ ঘুচবে।’

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপির সাদিপুর গ্রামের বাসিন্দা নুর মিয়া বলেন, ‘ডাউকি নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে উপজেলার ১৫ গ্রামের মানুষ উপকৃত হবে। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে আমাদের নদী পার হতে হয়। নদীর ওই পাড়ে বুড়ুমপুর গ্রামে মেয়েকে বিয়ে দিয়েছি। নিয়মিত আসা যাওয়া করতে হয়। তা ছাড়া জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

তবে ডাউকি নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন। তিনি বলেন, ‘ডাউকি নদীর ওপর সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন এবং কাগজপত্রও তৈরি হয়েছে। আশা করি এই সেতুটি দ্রুত নির্মাণ করা সম্ভব হবে। সেতু হলে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের উপকৃত হবেন।’

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আল নুর তারেক বলেন, ‘শান্তিগঞ্জ উপজেলার বুড়ুমপুর এলাকায় ডাউকি নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ