মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের প্রায় ৪০০ ফুট জায়গা অবৈধ দখলমুক্ত করেছে মৌলভীবাজার পৌরসভা। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উদ্ধার অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান।
জানা গেছে, ৩৫ থেকে ৪০ বছরের আগের স্থাপন করা ড্রেনের জায়গা দখল করে রেখেছিলেন কিছু ব্যবসায়ী। পৌর কর্তৃপক্ষ এর আগে এটি উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি। ফলে রাস্তা সংকুচিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতো।
মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘শহরের প্রতিটি সড়কের পাশেই পানি নিষ্কাশনের জন্য নালা ছিল। কিন্তু ক্রমান্বয়ে আশপাশের দোকানদাররা কৌশলে এসব নালার জায়গা ভরাট করে তাঁদের দখলে নেন।’ ক্রমান্বয়ে শহরের বাকি ড্রেনগুলো উদ্ধার করা হবে বলে মেয়র জানান।