বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জে সরকারিভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা শামীমা নাসরিন, শিল্প বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। উল্লেখ্য, এ বছর বকশীগঞ্জ উপজেলায় ৪৫১ মেট্রিক টন চাল, ৮১৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।