রান্নাঘর থেকে তেলাপোকা দূর করতে গরম পানির সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে বেসিন, চুলা পরিষ্কার করুন। তারপর মিশ্রণটি রান্নাঘরের ড্রেনে ঢেলে দিন। তাতে তেলাপোকার উপদ্রব কমবে।
শসা কেটে তার খোসাগুলো অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে দিন। শসার খোসা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দুর্গন্ধের সৃষ্টি করে। সে দুর্গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না।
রান্নাঘরের যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব আছে, সেখানে বোরিক অ্যাসিড ও চিনির মিশ্রণ ছিটিয়ে দিন। তেলাপোকার উপদ্রব কমবে।
গরম পানির সঙ্গে একটি লেবুর রস ও দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে, সেই মিশ্রণটি রান্নাঘরের ড্রেনে ঢেলে দিন। তাতেও উপকার মিলবে।
তেলাপোকা তাড়াতে রান্নাঘরের বিভিন্ন জায়গায় কিছু নিমপাতা রেখে দিন। পোকামাকড় নিমপাতার গন্ধ সহ্য করতে পারে না।