হোম > ছাপা সংস্করণ

এবার ঝিনাইদহে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শম্পা

ঝিনাইদহ প্রতিনিধি

এবার ঝিনাইদহে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। শম্পা শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি হেলিকপ্টার প্রতীকে ভোট পান ২ হাজার ১০১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবিহা খাতুন পান ৫১৪ ভোট।

নবনির্বাচিত শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের শেখ রুহুল হাওলাদারের সন্তান। ২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপার বর্তমান গ্রামে চলে আসেন শম্পা। সেই সুবাদে তিনি এখানকার ভোটার। এ ছাড়া শম্পা ২০১৩ সালে এইচএসসি পাস করেন।

বিজয়ের পর শম্পা বলেন, ‘এ বিজয় আমার না, জনগণের। কারণ আমার তো একটা ভোট। এখানে আমার পরিবারের কেউ নেই। তারপরও সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখন সবাই আমার আপন। আমার দায়িত্ব বেড়ে গেল। আমি বুঝতে পারছি না, কীভাবে তাঁদের ঋণ শোধ করব। আমি বাকি জীবন ভোটারদের নিয়ে কাটিয়ে দিতে চাই।’

বাদশা নামে এক ভোটার বলেন, ‘শম্পা দীর্ঘদিন এখানে থাকার ফলে সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছে। তা ছাড়া শম্পার আচার ব্যবহার খুবই ভালো। এ কারণে তাঁকে সবাই ভোট দিয়েছেন।’

এর আগে ঝিনাইদহের ত্রিলোচনপুরে ইউপি নির্বাচনে নজরুল ইসলাম ঋতু নামে তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান হন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ