দেলদুয়ারে র্যাবের অভিযানে হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার অর্জুন সরকারের বাড়ির পাশ থেকে তাঁদের আটক করা হয়।
টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকেলে অর্জুন সরকারের বাড়ির পাশ থেকে দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন এবং নগদ ৯৩০ টাকা জব্দ করা হয়।
র্যাবের দাবি তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের কাছে হেরোইন বিক্রি করত। তাঁদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বারইআটিয়া গ্রামের মো. আলম (৩৪) এবং বারপাখিয়া পাহাড়পুর গ্রামের মো. জুয়েল মিয়া (৩৬)।