ব্রাহ্মণপাড়া উপজেলায় সদ্য যোগ দেওয়া প্রকৌশলী মো. আবদুর রহিমকে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মো. আবদুর রহিম এর আগে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রকৌশলী হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। গত বুধবার তিনি যোগ দেন। প্রকৌশলী হিসেবে এটি তাঁর ১৩তম কর্মস্থল। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এ সময় থানার ওসি অপ্পেলা রাজু নাহা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শুভ সূত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।