রাজশাহী প্রতিনিধি
জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল-আমীনের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আগের রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর পদোন্নতি পেয়ে রেল মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। তাই রাজশাহী বিভাগে নয়া কমিশনার পদায়ন করল সরকার।