রয়টার্স, বোগোতা
তাঁর সম্পর্কে তথ্য দিতে পারলে ৮ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল কলম্বিয়া সরকার। আর যুক্তরাষ্ট্র বলেছিল, অবস্থান সম্পর্কে জানাতে পারলে দেওয়া হবে ৫০ লাখ ডলার। অবশেষে গত শনিবার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেই মাদক সম্রাট এবং কলম্বিয়ার সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান দাইরো আন্তোনিও উসুগা ওরফে অতোনিয়েলকে আটক করা হয়েছে।
৫০ বছর বয়সী অতোনিয়েলের চরম সহিংস একটি দল রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।