ন্যায্যতা ও যৌক্তিকতার আলোকে ১০ম গ্রেড দেওয়ার দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। গতকাল রোববার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানায় প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জালিয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদুর রহমান, নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চন্দ্র সরকার, তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম, ছনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রণজিৎ চন্দ্র দাস, ফুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবুর রহমান, ডাকাতির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব মহলা নবীশ, জালিয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফর আলী, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হোসেন, বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদির, কামালবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল, ফেদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানু বিশ্বাস, টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান আহমদ, মোস্তফানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়দর আল রহমত।