হোম > ছাপা সংস্করণ

বেষ্টনীর দায় স্কুলের ওপর চাপাল রেলওয়ে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী ট্রেনেকাটা পরে নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন। রেললাইন ও বিদ্যালয় পরিদর্শন শেষে এই স্থানটির নিরাপত্তায় তাঁদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানাতে পারেননি মহাব্যবস্থাপক। বরং স্কুল মাঠ সংলগ্ন রেললাইনের স্থানে নিরাপত্তা বেষ্টনী তৈরির জন্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

গতকাল শনিবার বিকেলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানটি পরিদর্শন শেষে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে দেখা করেন।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলটি আমরা পরিদর্শন করেছি। বৈধ লেভেল ক্রসিং থেকে দূরে এই ঘটনাটি ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ এখানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই এলাকার মানুষকে সচেতন হতে হবে। আর নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে হবে।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে রেললাইনের নিরাপত্তা বেষ্টনী তৈরি নিয়ে কোনো আশ্বাস না পেয়ে হতাশা প্রকাশ করেছেন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান বলেন, ‘আমরা আশা করেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষ কোনো একটি ব্যবস্থা করে দিয়ে যাবেন। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস কিংবা নিরাপত্তা বেষ্টনী কোনো কিছু তৈরির কথাই তাঁরা জানাননি। আমরা খুব হতাশ হয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ