সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদী থেকে এখন পর্যন্ত নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে গত বুধবার উদ্ধার হওয়া দুটি মরদেহের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- সিমু বেগম (২৫) ও আবদুল হক (৩৫)।
সিমুর বাড়ি বরগুনা সদরের খাজুরতলা গ্রামে এবং আবদুল হক নরসিংদীর হাইমোড়া গ্রামের বাসিন্দা। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ৫ জনের মধ্যে ৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একজনের পরিচয় না পাওয়ায় তাঁর লাশ বেওয়ারিশ হিসেবে সমাহিত করা হয়। পুলিশের দাবি, সমাহিত করা ব্যক্তি সনাতন ধর্মের।
এদিকে, নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার অ্যান্ড অ্যাক্সামিনার আরাফাত হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত দল পুড়ে যাওয়া লঞ্চ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।