স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
গতকাল শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসক মোর্শেদা জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ হোসনে আরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।