হোম > ছাপা সংস্করণ

নাগরপুরে আ.লীগের ৩৮ নেতা বহিষ্কার

নাগরপুর প্রতিনিধি

নাগরপুরে আওয়ামী লীগের ৩৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ ও পৃষ্ঠপোষকতা করায় তাঁদের বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া আওয়ামী লীগের এসব নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতাসহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন। এ কারণে তদন্ত সাপেক্ষে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কারসহ অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন মো. শাহআলম সিদ্দিকী, মো. আক্কেল আলী, মো. মোশারফ হোসেন, খন্দকার ফাইজুল আমিন রাঙ্গা, বাকী বিল্লাহ, আব্দুল হাই মাস্টার, মো. শামছুল, মো. নিতুজামান তুরিন, মো. শিহাব উদ্দিন, মো. আ. লতিফ, মো. আবুল কালাম আজাদ, মো. সরোয়ার হোসেন, মো. আতোয়ার রহমান, মণীন্দ্র কুমার শীল, স্বপন কুমার সাহা, আমিনুল হক বালা, মো. আজাদ মিয়া, মো. আতোয়ার রহমান।

এ ছাড়া মো. জয়নাল আবেদীন, আব্দুস সালাম খান, মো. আবু সাইদ মিয়া, মো. শাজাহান সিরাজ, মো. আলিয়ার হোসেন, মো. কফিল উদ্দিন, মো. আ. বারী, মো. আ. মান্নান, খন্দকার আমিনুর রহমান, মো. আওলাত হোসেন সরকার, নুরু মাতাব্বর, মো. দেলোয়ার হোসেন চাতক, আব্দুর রহিম, আয়নাল হক, মো. সামছুল হক, মো. ফরুক হোসেন, মো. বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন বাবুল, খন্দকার নুর-এ-আলম ও খন্দকার আ. করিম।

সভাপতি জাকিরুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এ কাজ করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ