হোম > ছাপা সংস্করণ

দেশে চলছে তামাশার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) তার ক্ষমতা প্রয়োগ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। তামাশার নির্বাচন চলছে দেশে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। জিএম কাদের বলেন, ইসি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিলেও কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করছে না। এর দায় কমিশনকেই নিতে হবে।

‘ঠুনকো কারণে জাপার প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে হচ্ছে’ এমন অভিযোগ করে জি এম কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাপার প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকেরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।

অনুষ্ঠানে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। মন্ত্রণালয়ের গাড়িচালকেরা শত কোটি টাকার মালিক হন। কেরানির স্ত্রী হাজার কোটি টাকার মালিক। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। আওয়ামী লীগ ও বিএনপি’র ওপরে মানুষ অতিষ্ঠ। দেশের মানুষ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ